বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

লালমোহনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে পৌরশহরের করিম রোড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির নেতারা বলেন, স্বার্থান্বেষী মহল বিএনপির সুনাম নষ্ট করতে বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়াতে পারে। সে জন্য সকল সাংবাদিকদের সতর্কতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান বিএনপির নেতাকর্মীরা। সঠিক তথ্য তুলে ধরলে ঐক্যবদ্ধভাবে সু-শৃঙ্খল এবং সুন্দর লালমোহন উপজেলা গড়া সম্ভব হবে বলেও মনে করেন তারা।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন এবং সদস্য সচিব মো. শহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments