বাড়িবাংলাদেশেখুলনা বিভাগলোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও  বাল্যবিবাহ প্রতিরোধে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন

লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও  বাল্যবিবাহ প্রতিরোধে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি 
নড়াইলের লোহাগড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে  উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং  ইউনিসেফ বাংলাদেশ এর  সহযোগিতায়  আয়োজিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী। 
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,লোহাগড়া থানার এসআই খবির উদ্দিন, লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সরদার রইচ উদ্দিন টিপু, মো: শরিফুজ্জামান,রাশেদ রাশু সহ প্রমূখ।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক, নিকাহ রেজিস্টার, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা নারী ক্ষমতায়ন,শিশু সহিংসতা  ও ব্যাল্যবিবাহের প্রতিরোধে দিকনির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments