
মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি :
রবিবার (১৬/০৩/২৫) রাত ১০.০ টায় সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি`র আয়েজনে মিরেরহাট বাজারে এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি`র সংগ্রামী সভাপতি জনাব কাজী এনামুল বারীসহ ওয়ার্ড বিএনপি`র সভাপতি, মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলাম, মিরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি, মোহাম্মদ জামশেদ আলমসহ
ওয়ার্ডের সকল পর্যায়ের অংগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
বৈঠকে ইউনিয়ন সভাপতি ওয়ার্ডের বিদ্যমান পরিস্থিতি নিয়ে সকলের মতামত আহবান করেন। নেত্রীবৃন্দ তাদের মতামতে ওয়ার্ডের বিভিন্ন রকম সমস্যার কথা উল্লেখ করেন। ইউনিয়ন সভাপতি নেত্রীবৃন্দের সকল অভিযোগ, অনুযোগ মনযোগ সহকারে শুনেন । নেত্রীবৃন্দ বলেন কিছু নেশাগ্রস্থ্য উগ্র ছেলে-পেলে মিরেরহাটসহ সমগ্র ৯নং ওয়ার্ডের শান্ত পরিবেশকে অশান্ত করিয়া তুলিয়াছে, উক্ত ছেলেগুলি বিগত ৫ আগষ্টের আগে আওয়ামী সন্ত্রাসী কর্মকান্ডে সরাসরি জড়িত ছিল, এখন তারা খোলস বদেলে বিএনপি কে বিতর্কিত করার জন্য এসব অপকর্ম করছে।
ইউনিয়ন সভাপতি কঠোর ভাষায় হুশিয়ার করে বলেন আজকের পর থেকে অত্র মিরেরহাট বাজার তথা ৯নং ওয়ার্ডে কোন রকম বিশৃঙ্খলা, অন্যায় ও দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে যে বা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে (বহিষ্কারসহ) এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন অন্যায়কোরীকে আশ্রয়/প্রশ্রয় না দেয়ায় পক্ষে অঙ্গিকারবদ্ধ।