
সাজেদুল ইসলাম রাসেল।। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
বগুড়া সারিয়াকান্দি ও সোনাতলার উপজেলার কৃতি সন্তান কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান ,এস ইউ পি, পি এস সি,জি,শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। এই সময় তিনি তার বক্তব্যে বলেন আমার আসার সাথে কোন রাজনীতি নেই। আমি রাজনীতি করিওনা তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে আমি ধারন করি। তিনি সাধারণ মানুষের জন্য যেমন গ্রামের পর গ্রাম হেটেছেন, তাদের সাথে কোদাল চালিয়ে মাইলের পর নাইল খাল খনন করেছেন, সারা বাংলা জুড়ে যে সুখী সমৃদ্ধ্ব বাংলাদেশের স্বপ্ন জাগিয়েছেন সেই চেতনায় আমি বিশ্বাসী। সেইসাথে আমার একটা স্বপ্ন আছে। ৭১ এর মুক্তিযুদ্ধ্বে তিনি যেমন ‘জেড ফোর্স’ গড়ে তুলে পাকিস্তানীদের বিরুদ্ধ্বে যুদ্ধ্ব করেছেন, ঠিক তেমনি বর্তমান সময়েও সকল বাহিনীর প্রাক্তন সদস্য, তরুন, যুবকদের নিয়ে আবার নতুন একটা জেড ফোর্স তৈরী করা যারা যুদ্ধ্ব করবে দুর্নীতি, অন্যায়, অবিচার আর শোষনের বিরুদ্ধে। সেটা রাজনৈতিকভাবেও হতে পারে, আর্থ-সামাজিক আন্দোলনের মাধ্যমেও হতে পারে। এই সময় সনাতন ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন সমস্যা ও সুখ দুঃখের কথা তুলে ধরেন। তিনি যথাসাধ্য সমাধানের প্রতিস্রুতি দেন। এই সময় তার সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।