বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাশিবগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ পদ হারালেন আরিফ।

শিবগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ পদ হারালেন আরিফ।

মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ গ্রহণ করায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এম.এ ইসলাম আরিফকে।

গত ১২ মে বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই চিঠি মারফত জানা যায়, শিবগঞ্জ উপজেলা শ্রমিক দলে সিনিয়র সহ-সভাপতি এম.এ ইসলাম আরিফকে মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে চশ্মা প্রতীক নিয়ে নির্বাচন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিবগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে দলের সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে চশ্মা প্রতীকের প্রার্থী এম.এ ইসলাম আরিফ বলেন, দল বহিষ্কার করবে,এটাই স্বাভাবিক। আমি এখনো বহিষ্কারের কোন চিঠি পাইনি। আমি নির্বাচন থেকে সরে দাড়াবো না ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments