
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যার প্রতিবাদে শিবচর পৌরসভা, উপজেলা ও সম্মিলিত কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শিবচর নন্দকুমার ইন্সটিটিউশনের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন শিবচর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান সিহাব এবং মাদারীপুর জেলা ছাত্রদলের অন্যতম সদস্য শিপন মোল্লা।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন রিমন, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক সাকিবুজজামান সাকিব সহ শিবচরের বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে একের পর এক হত্যাকাণ্ড চলছে। এর বিরুদ্ধে আমরা রাস্তায় থাকতে বাধ্য হয়েছি।”
উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, শিবচরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক ছাত্রদল নেতাকর্মী এই বিক্ষোভ ও প্রতিবাদে অংশগ্রহণ করেন।
ছাত্রদল নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”