বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশিবচরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

শিবচরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মোঃ আজিজুল হক ।। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বিষধর সাপের কামড়ে খাদিজা ইসলাম(২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা হোগলারমাঠ বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান,  খাদিজা ইসলাম রাতে ঘর থেকে প্রকৃতির ডাকে সারা দিয়ে টয়লেটে যান। অন্ধকার থাকায় বেখেয়ালে টয়লেটে লাইট জ্বালানোর সময় বিষধর সাপটি খাদিজাকে কামড় দেয়। এসময় খাদিজার চিৎকারে পরিবারের লোকজন এসে দেখেন সাপটি দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরিবারের লোকজন হাসপাতালে না এনে স্থানীয় ওঝাকে দিয়ে প্রায় ২০মিনিট বিষ নামানোর চেষ্টা করেন। পরবর্তীতে অবস্থা অবনতি দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে অফিসার ডা: আজিজুল হক খান জানান, রাত এগারোটায় আমাদের কাছে খাদিজা নামের সাপে কাটা রোগী আসে। হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments