বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাশিশু নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও অংশীজনের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা।

শিশু নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও অংশীজনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।

সরিষাবাড়ী(জামালপুর) শিক্ষানবিস প্রতিনিধি

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রাম, উন্নয়ন সংঘ, জামালপুর এর বাস্তবায়নে ও জামালপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় “শিশু নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও অংশীজনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ সোহেল মাহমুদ পিপিএম ।

অনুষ্ঠানে শিশুদের নিরাপত্তা ও অসহায় শিশুদের শিশু অপরাধ নিয়ে কাজ করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শিশু অপরাধীদের পুলিশি হেফাজতে যাতে তাদের নির্যাতন ও পুলিশি সহযোগিতা করা হয় সে বিষয়ে আলোচনা করা হয়।

রাস্তায় অসহায় পথশিশু ও পুলিশি হেফাজতে থাকা শিশুদের পূর্ণবাসন নিয়ে কাজ করা সংগঠন এ পুলিশের সহযোগিতা ও অংশগ্রহণ শীর্ষক আলোচনা করা হয়।

এসময় জামালপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments