বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাশীতের শুরুতেই জমজমাট মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র

শীতের শুরুতেই জমজমাট মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র

মোঃজিয়ান, মোহনগঞ্জ (নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি : 

দীর্ঘদিন মাছের আকাল কাটিয়ে শীতের শুরুতেই জমজমাট হয়ে উঠেছে মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের মাছের আড়ত। 
এর আগে কয়েক মাস মাছের অভাবে কষ্টে দিন পার করছেন এখনকার ব্যবসায়ীরা। মঙ্গলবার মাছের আড়ত ঘুরে দেখা যায়, হাওরে খাল,বিল,ডুবা, নালা ও নদীতে বর্ষার পানি কমে যাওয়ায় এসব এলাকায় ধরা পড়ছে ছোট বড় বহু প্রজাতির মাছ। নেত্রকোনার মোহনগঞ্জ, বারহাট্টা, আটপাড়া, খালিয়াজুড়ি, সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর,জামালগঞ্জ সহ হাওর পাড়ের জেলে ও কৃষকেরা এসব মাছ ধরে নিয়ে আসে মোহনগঞ্জ মাছের আড়তে। আড়ত থেকে মাছ ব্যবসায়ীরা মাছ ক্রয় করে নিয়ে বিক্রি করে ঢাকার কাওরান বাজার, যাত্রাবাড়ি,সোয়ারীঘাট,রামপুরা সহ দেশের বিভিন্ন মাছের আড়তে। মিটাপানির যেসব মাছ এ আড়তে উঠে এর মধ্যে উল্লেখ যোগ্য, বোয়াল,আইড়,বাউশ,চিতল,রুই,কাতলা,বাইম,শউল,শিংকই,লাছ,বাচা,টেংরা পুটি,ক্যাচকী সহ অসংখ্য প্রজাতির মাছ।
মল্লিকপুর গ্রামের মঞ্জু মিয়া নামে এক মাছ বিক্রেতা জানান, মোহনগঞ্জ মাছঘাটে ন্যয্যমূল্য মাছ বিক্রি হয় এ আড়তে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার এসে মাছ কিনে নেয়।
মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক লিয়াকত আলী জানান, মোহনগঞ্জ মাছের আড়তে মাছ আসতে শুরু হয়েছে এখন থেকে চৈত্র মাস পর্যন্ত একাধারে মিটাপানির বহুপ্রজাতির মাছ বিক্রি হবে।
অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো: জাহিদুল ইসলাম জানান, প্রায় শতাধিক আড়তে সু শৃঙ্খল ভাবে মাছের ব্যবসা চলছে। এখন থেকে হাওরের মিটা পানির মাছের আমদানী বারতে থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments