
মোঃ মারুফ হোসেন , ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ মার্চ ভোরে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আয়েশা সিদ্দিকা রুপালি শ্রীবরদী উপজেলার আব্দুর রহিমের মেয়ে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মামলাটি চলমান ছিল, এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে, আয়েশা সিদ্দিকা রুপালির গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। তার সমর্থকরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা, তা খতিয়ে দেখা দরকার। তবে প্রশাসন বলছে, আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ঝিনাইগাতী থানা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মামলার নথিপত্র বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।