
মোঃ সোহেল রানা,সখিপুর(টাঙ্গাইল)শিক্ষানবিশ প্রতিনিধি।
টাংগাইল জেলার সখিপুর উপজেলার অন্তর্ভুক্ত কালিয়া ইউনিয়ন এর নিশ্চিন্তপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে দুই দফা মারামারি সংগঠিত হয়।
উল্লেখ থাকে যে, একই গ্রামের মাওলানা আব্দুল হাই মাষ্টার গংদের সাথে ফল ব্যবসায়ী আব্দুস ছবুর গংদের মাঝে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৯ শে এপ্রিল ২০২৪ ইং তারিখে রোজ শুক্রবার বাদ জুমআ এবং একই দিন সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকার সময় দুই পক্ষের মধ্যে দু দফা মারামারি সংগঠিত হয়।
মারামারির এক পর্যায়ে উভয় পক্ষেরই কিছু সংখ্যক লোক মারাত্মক ভাবে আহত হয়ে সখিপুর উপজেলা কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এবেপারে উভয় পক্ষ আইনের আশ্রয় গ্রহণ করিতে সখিপুর থানায় মামলা দায়ের করেছেন।