
রিদুয়ানুল বারী। সন্দ্বীপ। চট্টগ্রাম।।
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করা হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্দ্বীপের ঐতিহ্যবাহী কারামতিয়া ডিগ্রী ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসায় এ নামাজ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত হয়ে তওবা পড়ে নিজেদের ভুলত্রুটি ক্ষমা চেয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন সন্দ্বীপের ধর্মপ্রাণ মুসলিম জনতা। তাওহীদবাদী মুসলমানদের চিরাচরিত বিশ্বাস প্রাকৃতিক যেকোনো দুর্যোগ মানুষের কৃতকর্মের ফল।খোদার কাছে নিজেদের কৃতকর্মের বিষয়ে তওবা করে মাপ চাইলে খোদা অবশ্যই আসমান ও জমিনের যেকোনো মছিবত উঠিয়ে নেন। এসময় প্রখর রোদে দোয়ায় অংশ গ্রহণ করতে আসা তৃষ্ণার্ত মুসুল্লিদের মাঝে খাবার পানির বোতল ও অন্যান্য খাদ্য বিতরণ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা ও তাদের অঙ্গ সংগঠন।