বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসন্দ্বীপে ২ দিন ব্যাপি দীর্ঘ মেয়াদি ও স্হায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ক্যাম্প।

সন্দ্বীপে ২ দিন ব্যাপি দীর্ঘ মেয়াদি ও স্হায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ক্যাম্প।

সন্দ্বীপ চট্টগ্রাম) প্রতিনিধি।

সন্দ্বীপ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে দীর্ঘ মেয়াদি ও স্থায়ী জম্মনিয়ন্ত্রন পদ্ধতির ক্যাম্প গত ৫ ও ৭ ই মার্চ ২০২৪ ইং তারিখ উপজেলা স্বাস্থ্য অফিস গাছুয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে অনুষ্ঠিত হয়।উক্ত ক্যাম্পে সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্বনাব আব্দুল মতিন ও উপজেলা মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা)ডাঃ শাওরীন আবেদীন।

ক্যাম্পে সেবা প্রদান করেন ডাঃ নাজমুলআলম-মেডিকেলঅফিসার-উপজেলা পরিবার পরিকল্পনা অফিস,মিরসরাই,চট্টগ্রাম ।৫ ই মার্চ ২০২৪ ইং তারিখ উপজেলা স্বাস্থ্য অফিসে ১৯জন মহিলাকে সম্পন্ন বিনা মূল্যে ৫ বছর মেয়াদী ইমপ্লানন জম্মনিয়ন্ত্রন পদ্ধতির সেবা প্রদান করা হয় এবং ৭ ই মার্চ ২০২৪ ইং তারিখ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে ৩২ জন মহিলাকে সম্পন্ন বিনামূল্যে ৫ বছর মেয়াদী ইমপ্লানন জম্মনিয়ন্ত্রন পদ্বতির সেবা প্রদান করা হয়।

এই পদ্বতির মাধ্যমে একজন মহিলা ৫ বছরের জন্য আর কোন প্রকার পরিবার পরিকল্পনা জম্মনিয়ন্ত্রন পদ্বতি গ্রহণ করতে হবে না। গত ৫ ও ৭ তারিখ এই দুই দিনে সন্দ্বীপে মোট ৫১জন মহিলা ইমপ্লানন সেবা গ্রহন করেছেন।সন্দ্বীপ পরিবার পরিকল্পনা পরিদর্শক মীর মাইন উদ্দিন বলেন আগামিতে এ ক্যাম্পে আরো ব্যাপক সাড়া পাওয়া যাবে ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments