বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগসলঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সলঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আবু হানিফ উল্লাপাড়া(সিরাজগঞ্জ) নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল আমতলায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “হলি চাইল্ড স্কুল” এ ২০২৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে সাবেক প্রধান শিক্ষক ও প্রবীণ ব্যক্তিত্ব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুমায়ন কবীর।আ: রহিম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান,ধুবিল ইউনিয়ন জামায়াতের আমীর ড.জহুরুল ইসলাম,সেক্রেটারি নুরুল্লাহ সিরাজী, জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার,সলঙ্গা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম লাবু, “প্রিয় সলঙ্গার গল্প”গ্রুপের চীফ এডমিন শাহ আলম,আব্দুস ছালাম মাস্টার,শিক্ষক বিজলি খাতুন প্রমুখ।সভায় বক্তারা বিদায়ী ও অন্যান্য শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রেখে বলেন,শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষিত হতে চাইলে বেশি বেশি বই পড়তে হবে। শিক্ষার মান বাড়াতে নিয়মিত পাঠদানে মনোনিবেশ করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। বক্তারা আরও বলেন, বিদায় শেষে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে সুশিক্ষিত হয়ে নম্র,ভদ্র ও সহনশীলতার মাধ্যমে সুনাগরিক হতে হবে। মোবাইল ও মাদক থেকে নিজেকে দুরে থাকতে হবে।
নিজেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী প্রজন্মে দেশের হাল ধরার আহবান জানান বক্তারা।উল্লেখ্য,এ বছরে উক্ত বিদ্যালয় হতে ৪০ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments