বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাসাপাহারে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

সাপাহারে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মেশকাতুন জান্নাত (১৭) নামের কলেজ শিক্ষার্থী । আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে সাপাহার উপজেলার মুরগীহাটি এলাকার একটি ভবনের ৩য় তলায় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
কলেজ শিক্ষার্থী মেশকাতুন জান্নাত সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ১ বর্ষের ছাত্রী এবং উপজেলার তিলনা দামইল গ্রামের মো: আবুল হোসেন এর মেয়ে বলে জানা গেছে।
সাপাহার থানা সূত্রে জানা গেছে, আত্মহত্যাকারী এই কলেজ শিক্ষার্থী সাপাহারে তার ফুপুর ভাড়া বাসায় থেকে লেখা পড়া করতেন। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার ফুপু আকতার বানু ভাইয়ের মেয়ে মেশকাতুনকে রেখে জবই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে যায়। ঘটনাক্রমে মেশকাতুন কলেজে না গিয়ে বাসায় ঘরের দরজা লেগে দিয়ে সবার অজান্তে সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।দুপুর ২টার দিকে তার ফুপু স্কুল হতে বাসায় ফিরে রুম বন্ধ দেখে ভাতিজিকে ডাকতে শুরু করে। কিছুতেই সাড়া না পেয়ে ফুপু আকতার বানু বাসার মালিককে বিষয়টি অবগত করেন। এরপর বাসার মালিক চেষ্টা করেও কোন ফল না পাওয়ায় স্থানীয় থানায় সংবাদ দেয়। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সিলিংফ্যান হতে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস লাগানো মৃত মেশকাতুনকে নামায়। পারিবার থেকে কোন প্রকার আপত্তি না থাকায় লাশ তার বাবাকে বুঝিয়ে দেন থানা পুলিশ এবং বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন।
প্রাথমিকভাবে এখনও কলেজ পড়ুয়া মেসকাতুনের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি বলেও পুলিশ জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments