
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মোট ৮ টিমের অংশগ্রহণে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি পোরশা উপজেলা বিএনপি ও সদস্য আহবায়ক কমিটি নওগাঁ জেলা বিএনপি এবং ৪৬ নওগাঁ -১ পোরশা নিয়ামতপুর সাপাহার আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং সাপাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আকতার হোসেন , ইমাম হোসেন রিফাত,কোরবান আলী, দৈনিক সংবাদ প্রতিনিধি তোফায়েল আহমেদ, দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি সানাউর রহমান প্রমুখ।
উল্লেখ্য উদ্বোধনী ম্যাচে সাপাহার বরেন্দ্র একাদশ সাপাহার উচাডাঙ্গা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে।