
রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি
সাপ্লাই চেইন প্রফেশনালদের দক্ষতা উন্নয়ন ও নতুনদের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘সুইলস বাংলাদেশ’ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় সাভার গলফ ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সুইলস বাংলাদেশ কেবল একটি সংগঠন নয় এটি একটি প্ল্যাটফর্ম যা স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি, লজিস্টিকস ও সাপ্লাই চেইনের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
অনুষ্ঠানের বক্তারা বলেন, ‘সুইলস পেশাদারদের জন্য নেটওয়ার্ক তৈরি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুইলসে যারা আছে তারা দক্ষ কর্মী তৈরি করে আগামীতে SCM-কে বিশ্ববাজারে চাকরির সুবিধা করার কাজ করছে, যা সাপ্লাই চেইনসংশ্লিষ্ট পেশাজীবীদের একত্রিত করে পেশাগত উন্নয়ন করবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সুইলস বাংলাদেশের মো. আসাদুল হক শাওন (জিএম , অ্যসরোটেক্স গ্রুপ), মো. জসিম উদ্দিন ( হেড অফ দা এমসিডি, পলমল গ্রুপ ), মো. গোলাম ছারওয়ার (এজিএম, কেএস আরএম গ্রুপ), মো. নাফিদুল ইসলাম (হেড অফ স্টোর, ফোরএইচগ্রুপ ), মো. শফিকুল ইসলাম, ম্যানেজার, ওয়ার হাউজ (বিএসআরএম গ্রুপ)।
বেলায়েত হোসেন (সাপ্লাই চেইন কনসালটেন্ট), মো. জিয়াউল ইসলাম (সিনিয়র ম্যানেজার এজি ড্রেস লিমিটেড), মো. আব্দুর রহিম (ম্যানেজার, মোরাল ফ্যাশন), সরদার জাহাঙ্গীর আলম, (ওয়ার হাউস ম্যানেজার হামিম গ্রুপ), ইমরান শেখ (স্টোর এবং ওয়ারহাউজ ম্যানেজার), এস এম মোয়াবিয়া আমির (ম্যানেজার, কেএসআরএম), এ জেড এম মোসলে উদ্দিন (ম্যানেজার, পিএইচপি ফ্যামিলি)-সহ অন্যান্য সদস্যরা প্রোগ্রামের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন