বাড়িবাংলাদেশেখুলনা বিভাগসারাদেশে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবীতে শৈলকুপায় ছাত্রদলের মানববন্ধন ।

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবীতে শৈলকুপায় ছাত্রদলের মানববন্ধন ।

মোঃ হোসেন আলী বিশ্বাস, শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও হেনস্তার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন করেছে ছাত্রদল। 
সোমবার সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সরকারী ডিগ্রী কলেজ গেটে মানববন্ধনে ছাত্রদলের শত শত কর্মী অংশ নেয়। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু তার বক্তব্যে বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও হেনস্তার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। 
তিনি আরো বলেন, মাগুরায় ধর্ষিত শিশু আছিয়ার ধর্ষকসহ দেশের সকল ধর্ষনের বিচার ২১ দিনের মধ্যে কার্যকর করে ফাঁসি দিতে হবে। এছাড়াও আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতা প্রতিবাদ করে বলেন, যতদিন দেশে গণতান্ত্রিক সরকার না আসবে ততদিন দেশ ঠিক হবে না। তাই অতি দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবী জানান ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় উপজেলা ছাতলের সদস্য সচিব, আলামিন হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রকি, ছাত্রদল নেতা রাকিবুল হাসান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments