
সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশের অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ ১ যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের অন্তর্গত নোয়াগাঁও রুপালী ব্রিকফিল্ড এর উত্তর পাশ্বে রাস্তার উপর থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মোঃ জুবায়ের আহমেদ (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুলুমছড়া (বাদেপাশা) গ্রামের মোঃ শামীম আহমেদের ছেলে।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই জহিরুল ইসলাম ও এসআই খালেদ মিয়া নওয়াগাওঁ রুপোলী ব্রিকসফিল্ড এলাকায় অভিিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ যুবায়ের আহমদ নামক এক যুবকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হচ্ছে।