বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকুণ্ডের সৈয়দপুর সমুদ্রতটে সনাতনী ধর্মের বৃহৎ উৎসব বারুনী স্নান, গীতাযজ্ঞ ও মেলা...

সীতাকুণ্ডের সৈয়দপুর সমুদ্রতটে সনাতনী ধর্মের বৃহৎ উৎসব বারুনী স্নান, গীতাযজ্ঞ ও মেলা সম্পন্ন।

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুরে শ্রী শ্রী মধু কৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ বারুনী স্নান(গঙ্গাস্নান) ও গীতাযজ্ঞ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পূর্ণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীগন এ পূর্ণ স্নানে অংশ নিচ্ছেন। এ স্লাণ উপলক্ষে পশ্চিম  সৈয়দপুর, বাকখালী সুইচ গেইট সংলগ্ন স্থানে দিনব্যাপী গ্রামীন মেলার আয়োজন করা হয়। বারুনী স্নান (গঙ্গাস্নান) ও গীতাযজ্ঞ উৎসব স্থলে গিয়ে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভির্যে এ স্নানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাত ৮.১ মি: থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯.২৪ মি: পযর্ন্ত চলবে বারুরী স্নাণ উৎসব। পাপ থেকে মুক্তি ও পূণ্য লাভের আশায় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত অন্তত ২০ হাজার পূর্ণার্থী অংশ নিচ্ছেন এ স্নান উৎসবে। ভক্তদের পদচারনায় উৎসব মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ভক্তরা পুজা অর্চনা শেষে  গঙ্গাস্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ ও দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন। এ উৎসব সঠিকভাবে সম্পন্ন করতে আইন-শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং সৈয়দপুর ইউনিয়নের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। স্নানোৎসবকে ঘিরে বসেছে দিনব্যাপী লোকজ মেলা। মেলায় কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরী জিনিসপত্র ও খেলনা সামগ্রী, তালপাখা, চানাচুর, মিষ্টি দোকান, হোটেল-রেস্তোরার দোকান বসেছে। গঙ্গাস্নানে আসা পূর্ণ্যার্থী এ প্রতিবেদককে বলেন আমি বিশ্বাস করি এখানে স্নাণ করে পূর্ণ লাভ করেছি। সেই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি। এখানে স্নাণ করলে মনোবাসনা পূর্ণসহ সকল পাপ-কষ্ট দূর হয়। 

গঙ্গাস্নান ও গীতাযজ্ঞ উৎসব পরিচালনা কমিটির অন্যতম সদস্য বাবু অনুপ সূত্রধর ও বাবু ডা. মিলন কান্তি রায় বলেন, এখানে পূর্ণ লাভের আশায় সীতাকুণ্ডে প্রত্যন্ত এলাকা হতে সনাতনী পূর্ণার্থীরা আসেন, গঙ্গাস্নাণ করেন। ভক্তরা এখানে এসে স্নান করলে তাদের মানোবাসনা পূরণ হয়। এ স্নান উৎসবকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হল- বাবু প্রেম নাথ দাশ, বাবু স্বপন দাশ, বাবু বলরাম দাশ, বাবু চন্দন দাশগং।  

বারুনী স্নান(গঙ্গাস্নান) ও গীতাযজ্ঞ উৎসবে সীতাকুণ্ডের মাটি ও গনমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি‘র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব, অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের পেক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১নং সৈয়দপুর ইউনিয়ন এর সভাপতি, জনাব কাজী এনামুল বারির নেত্রীত্বে একটি টিম অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। কাজী এনামুল বারি তার শুভেচ্ছা বক্তব্যে সনাতন ধর্মাবলম্বী বারুনী স্নান(গঙ্গাস্নান) ও গীতাযজ্ঞ উৎসব আগতদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাকে আপনার ধর্ম  পালনে সর্বিক সহযোগীতা করতে বদ্ধ পরিকর। কোন সমস্য বা বিঘ্ন সৃষ্টি হলে আমাদের জানাবেন, আমরা সাথে সাথে প্রশাসনিক যথাযথ ব্যবস্থা গ্রহন করব। অনুষ্ঠানস্থলে আরো উপস্থিত ছিলেন বাবু জীতেন্দ্র নারায়ন দাশ নাটু, আহবায়ক, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্ট, চট্টগ্রাম উত্তর জেলা, মো: বোরহান উদ্দিন (আলাউদ্দিন), ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক, মো: সালাউদ্দিন, সাধারন সম্পাদক, ৬নং ওয়ার্ড, মো: সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক, ৯নং ওয়ার্ড, মো: মহসেন আলী (মনসন), সভাপতি, বাবুল বাহাদুর শাশ্রী, সাধারণ সম্পাদক, মো: শওকত আলী, সংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবদল, মো: এমাম হোসেন, সাধারণ সম্পাদক, ইউনিয়ন কৃষকদল, আবু ইউছুপ, আহবায়ক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং মোহাম্মদ জামশেদ আলম, সভাপতি, মিরেরহাট বাজার পরিচালনা কমিটিসহ অংগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেত্রীবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments