বাড়িবাংলাদেশেসিলেট বিভাগসুনামগঞ্জের জামালগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সুনামগঞ্জের জামালগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ছাদিকুর রহমান স্বাধীন খাঁন ,জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুম ২০২৫-এর ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় সাচনা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপক রঞ্জন তালুকদার। জামালগঞ্জ (সাচনা এলএসডি) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা ও কৃষক এমদাদুল হক আফিন্দী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার, জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক মো. তাহের আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মো. ইসরাফিল রহমান, সৌমেন কুমার দাস, স্থানীয় কৃষক মুজিবুর রহমান, সাইদুর রহমানসহ সুজন পাল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চলতি বোরো মৌসুমে জামালগঞ্জ (সাচনা এলএসডি) খাদ্য গুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১৬৩৩ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে মোট ৩৯৯২ মেট্রিক টন সংগ্রহ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments