বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাসৈয়দপুরে জমজমাট ঈদ বাজার,ব্যস্ত ক্রেতা ও বিক্রেতা।

সৈয়দপুরে জমজমাট ঈদ বাজার,ব্যস্ত ক্রেতা ও বিক্রেতা।

মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি। 

ঈদ ঘনিয়ে আসছে নীলফামারীর সৈয়দপুরের মাকের্টগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। শহরের বিভিন্ন বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা জমজমাট হয়েছে। সবার হাতেই শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শপিং ব্যাগ। কারও হাতে পোশাক, কারও হাতে জুতা স্যান্ডেলের কিংবা কসমেটিকস এর ব্যাগ।ঈদ উৎসবকে ঘিরে মুখরিত হয়ে উঠেছে সৈয়দপুর শহরের সব মার্কেট। ফুটপাত থেকে শুরু করে বড় কিংবা ছোটো দোকান গুলোতে এখন মানুষজনের উপচেপড়া ভিড়।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের বিভিন্ন বিপনি বিতান, রেলওয়ে মার্কেট, আধুনিক পৌর প্লাজা মার্কেট, ও রেললাইন সংলগ্ন মার্কেটের দোকানগুলোতে কেনাকাটায় ক্রেতাদের ভিড় ।

যারা দর্জি বাড়ির তৈরি পোশাক পরতে পছন্দ করেন, তারা এখন ভিড় করছেন থান কাপড়ের দোকানে। পুরুষ-মহিলারা ব্যস্ত হয়ে উঠেছেন পছন্দের দেশি বিদেশি কাপড় কিনতে।ক্রেতাদের আগমনে ক্রয় /বিক্রয় এখন তুঙ্গে। কারণ চাকরিজীবীদের বেতন বোনাস হওয়ায় এবং ব্যবসায়ীদের হাতে অর্থ থাকায় ঈদবাজার ভালোই জমেছে। কয়েকদিন আগে গ্রামাঞ্চলের ক্রেতাদের তেমন দেখা না গেলেও এখন তারা দল বেঁধে মার্কেটে আসছেন ঈদের কেনাকাটা করতে। তাদের আগমন চোখে পড়ার মত। ঈদ বাজারের মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দোকানীরাও নিত্যনতুন তৈরি পোশাক ও কাপড় তুলেছেন দোকানে। মার্কেটগুলোতে ব্যস্ততা এখন তৈরি পোশাক ও বাহারি কাপড় ঘিরে। ক্রেতারা বাছাই করছেন তাদের পাঞ্জাবী, প্যান্ট, সার্ট, থ্রি পিসসহ বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের তৈরি পোশাক। ঈদের কেনাকাটায় বাহারি কাপড় আর গার্মেন্টস পোশাকের জন্য সুপার মার্কেট ও নিউ ক্লথ মার্কেটের আলাদা কদর রয়েছে ক্রেতাদের কাছে। ক্রেতারা প্রথমে ছুটে আসেন এসব মার্কেটে পছন্দের পোশাক খুঁজতে। দোকানীরা ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মজুদ করেন দেশীয় উন্নতমানের থান কাপড়, তৈরি পোশাকসহ, ভারতীয় ও পাকিস্তানের বর্ণীল পোশাক।

এবার ঈদের বাজারে এর ব্যতিক্রম হয়নি। সর্বশেষ বের হওয়া নজরকাড়া পোশাক পাওয়া যাচ্ছে মার্কেটগুলোর এসব দোকানে। মার্কেটের সুনাম বজায় রাখতে প্রতিটি দোকানী বিপুল পরিমাণ পোশাক সংগ্রহে রেখেছেন। যাতে কোন ক্রেতা যেন বিমুখ না হন মার্কেট থেকে। সরেজমিনে শহরের ওইসব মার্কেট ঘুরে দেখা যায়, সব দোকানেই ক্রেতাদের আনাগোনা। এসব মার্কেটে মহিলা, তরুণী ও পরিবারের সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের দেখা যায় দরদাম করতে। দাম সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের তুলনায় এবার সবধরনের কাপড়সহ তৈরি পোশাকের দাম বেড়েছে মাত্রাতিরিক্ত।দোকানীদের অভিমত কাপড়ের দাম সামান্য বাড়লেও বেচাকেনা ভালো হচ্ছে।

দাম একটু বাড়তি হলেও ক্রেতারা বিভিন্ন রকম পোশাকের সমারহ পেয়ে সাচ্ছন্দ্যে পোশাক ক্রয় করছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নির্বিঘ্নে কেনাকাটা করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments