
মোসা: মারিয়া ইসলাম,সোনারগাঁও নারায়ণগঞ্জ।
সোনারগাঁয়ের বিভিন্ন পয়েন্টে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি।
২৮ মার্চ বৃহস্পতিবার ১৭ তম রোজার দিনে পথচারীদের মাঝে গণপরিবহনে চলাচলরত রোজাদারদের মাঝেইফতার বিতরণ করেন তিনি।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ড্রিংকিং ওয়াটার ও মোরগ পোলাও এর একটি ফুল প্যাকেজ
ইফতার বিতরন করে হাজী শাহ মো : সোহাগ রনি বলেন, “ইফতারের ঠিক আগের মুহূর্তে সোনারগাঁয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে খুবই ভালো লাগছে সবসময় যেন আল্লাহপাক ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন এই দোয়া করি। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমি এ উদ্যোগ নিয়েছি।”
তিনি বলেন মূলত, যানজটসহ দৈনন্দিন ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহূর্তে সড়কে কাটাতে হয়। এই রোজাদারদের কষ্ট কিছুটা লাগব করতে আমার এ উদ্যোগ ।