
নাগেশ্বরী(কুড়িগ্রাম)বিশেষ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্ভুক্ত ১৩নং বল্লভের খাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস. এম আব্দুর রাজ্জাক (৫০) মৃত্যু বরন করেন।
এস. এম আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্গত বল্লভেরখাস ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে ভূরুঙ্গামারী – ঢাকা মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁর মোটরসাইকেল একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়।
পরবর্তিতে রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।