
মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ১৮নভেম্বর সোমবার বাবরকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মতিন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর। তিনি শপথ বাক্য পাঠ করান এবং উপস্থিত সবাইকে উৎসাহিত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর সরকার, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর এবং সাইফুল ইসলাম শহিদ সাহেব, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর।
সভাপতিত্ব করেন জনাব কাজী মোঃ সাঈদুল হক, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা।
প্রোগ্রামটি পরিচালনা করেন জনাব কাজী ইব্রাহিম খলিল, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের পরিবেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করেন।
অনুষ্ঠানে অতিথিরা দায়িত্বশীলদের উৎসাহিত করার পাশাপাশি ইসলামী আন্দোলনের গুরুত্ব, একতা ও সংগঠনের প্রতি আনুগত্যের বিষয়গুলো তুলে ধরেন।
সবশেষে প্রধান অতিথি সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।