বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনা সাহেব বাড়ি যুব সমাজের আয়োজনে জমকালো ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত।

হোমনা সাহেব বাড়ি যুব সমাজের আয়োজনে জমকালো ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত।

মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সাহেব বাড়ি যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ ২১ ফেব্রুয়ারি শুক্রবার সাহেব বাড়ি মাঠে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হোমনা সাহেব বাড়ি দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ জহিরুল হক জহর, সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হোমনা, কুমিল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেমালিকা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, হোমনা, কুমিল্লা।

প্রধান মেহমান হিসেবে ছিলেন এডভোকেট আজিজুর রহমান মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হোমনা, কুমিল্লা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আহাম্মেদ মোফাচ্ছের, সহকারী কমিশনার (ভূমি), আব্দুল করিম, সিনিয়র সহকারী, পিপিএম, জাবেদ উল ইসলাম, অফিসার ইনচার্জ, হোমনা থানা, জাহাঙ্গীর আলম মোল্লা, চেয়ারম্যান, ১নং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ।

টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মামুনুর রশিদ টুটুল, চেয়ারম্যান, হোমনা ডিজিটাল ক্যাবল টিভি।

রোমাঞ্চকর ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ দলকে একটি খাসি ও রানারআপ হোমনা সাহেব বাড়ি দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।

এ আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যাডমিন্টনপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজক কমিটি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে।

উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলেন অত্র অঞ্চলের জনপ্রিয় ভাষ্যকার কথার যাদুকর, কথার খেলোয়ার ধারাভাষ্যকার কবি দেলোয়ার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments