বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

হোমনায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি।

কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়বৃন্দের আয়োজনে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য ধারণ করে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ নভেম্বর শনিবার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সমবায় সংগঠনের সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমবায় ব্যবস্থার মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি। সমবায়ের মূল লক্ষ্য হলো সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা এবং সবাইকে একসঙ্গে উন্নতির পথে এগিয়ে নেওয়া।”

এছাড়াও স্বপন চন্দ্র বর্মন, পল্লী উন্নয়ন অফিসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাজ্জাত হোসেন খান, উপজেলা সমবায় অফিসার, মোঃ জাবেদ উল ইসলাম, অফিসার ইনচার্জ, হোমনা থানা, মোঃ আব্দুল হক সরকার, হোমনা প্রেসক্লাব, মোঃ মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা উপজেলা প্রেসক্লাব, মোঃ কামাল হোসেন, হোমনা থানা প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ।

উদযাপন অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সমবায় সম্পর্কিত আলোচনা, সমবায় সংগঠনের সদস্যদের সাফল্যগাথা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করা হয়। সেইসাথে, সমবায়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে কিভাবে টেকসই উন্নয়ন করা যায়, তা নিয়েও বিশদ আলোচনা হয়।

শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সমবায়ের মাধ্যমে আরও সাফল্য অর্জনের অঙ্গীকারের মধ্য দিয়ে সমবায় দিবস উদযাপন সম্পন্ন হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments