
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ইসকন নিষিদ্ধ এবং চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার দ্রুত বিচার দাবিতে সর্বস্তরের জনগণ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি হোমনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা “ইসকন তুই জঙ্গি—ভারতের সঙ্গী”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” প্রভৃতি স্লোগানে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা দাবি করেন, ইসকন বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং এটি দেশের জন্য হুমকিস্বরূপ। একইসঙ্গে তারা চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। উপস্থিত নেতারা বলেন, “দেশের শান্তি ও ঐক্য রক্ষায় আমরা সক্রিয়। ইসকন নিষিদ্ধ করা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আদায়ে প্রয়োজনে আরও কর্মসূচি দেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।