
মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ১২ মার্চ, বুধবার সকাল ১০ টায় হোমনা প্রেস ক্লাব প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার আয়োজনে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি সরকারী বাংলা কলেজ এর ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাহবুব হাসান আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক ছাইদুল সৈকত, ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলার সাবেক সহ সভাপতি আবু ইউসুফ, ইসলামী ছাত্র আন্দোলন হোমনা উপজেলা শাখার সভাপতি ইব্রাহীম মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন হোমনা শাখার সহ সভাপতি লাদেন সরকার, অর্থ বিষয়ক সম্পাদক আজহার আলী ফয়সাল, ইয়ামিন মোল্লা, যুবায়ের আহমেদ সহ আরো অনেকেই।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের আইন ও নীতি ইসলামি শরিয়া অনুযায়ী প্রবর্তন করতে হবে, নইলে দেশ সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দিকে চলে যাবে।
বক্তারা আরো বলেন, দেশের ৯২% মুসলমানের বসবাস, সুতরাং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করলে ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হওয়ার ভয় কমবে এবং অপরাধীরা কঠোর শাস্তির মুখোমুখি হবে।
এ সময় উপস্থিত জনতা ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।