বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলা(২০২৫-২০২৬) সেশনের জন্য কিশোরগঞ্জ জেলা জামাতের আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ রমজান...

(২০২৫-২০২৬) সেশনের জন্য কিশোরগঞ্জ জেলা জামাতের আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ রমজান আলী।

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ,কটিয়াদী,(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি।

গত (১৯ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ রমজান আলীর সভাপতিত্বে, কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়, বাংলাদেশ জামাতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রোকন সম্মেলন।

সেই সম্মেলনে সারা জেলা ও উপজেলার সকল রুকনের ভোটের মাধ্যমে (২০২৫-২০২৬) সেশনের জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই রোকন নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয় আজ (২৪ অক্টোবর ) সকাল দশটায় ঢাকার মগবাজারের জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান। তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, (জুলাই – আগস্ট) ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ আজ স্বৈরশাসকের কবল থেকে মুক্তি লাভ করেছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনের সকল নিহত ও আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আরো বলেন (জুলাই – আগস্ট)এর বিপ্লবের চেতনা বুকে ধারণ করে দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ সহ সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সারাদেশের সকল জেলা ও ঢাকা মহানগরীর আমির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এবার‌ও কিশোরগঞ্জ জেলা ও উপজেলার সকল রুকনদের মহামূল্যবান ভোটের মাধ্যমে বাংলাদেশ জামাতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক রমজান আলী। নির্বাচনের ফল প্রকাশের পরপরই সারা জেলা, উপজেলায় উক্ত দলের সকল নেতাকর্মীরা নবনির্বাচিত আমিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments