
মোঃ মোরশেদ আলম,বিশেষ প্রতিনিধি,লক্ষ্মীপুর সদর।
গভীর সমূদ্রে সৃষ্ট ঘুর্ণিঝড় “রামেল” আরো শক্তিশালী হয়ে ক্রমশ ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলগুলোতে ৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লক্ষ্মীপুর জেলায় ৬৪ টি মেটিকেল টিম গঠন করা হয়েছে। আসন্ন সম্ভাব্য দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা এড়াতে জেলার সকল মেডিকেল টিম প্রস্তুত থাকবে। সকল সরকারী ও বেসরকারী হাসপাতালের এ্যম্বুলেন্স গুলোকে এই মূহুর্তে কোথাও জরুরী প্রয়োজন ছাড়া মুভ না করে নিজ নিজ প্রতিষ্ঠানে ফার্ষ্ট এইড সুসজ্জিত করে সতর্কাবস্থায় রাখা জন্য পরামর্শ প্রদান করা হলো। সরকারী ও বেসরকারী সকল হাসপাতালের জরুরী বিভাগকে দুর্যোগে প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করা হলো। এ সংক্রান্ত যে কোন প্রকার প্রয়োজনে সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমে (০২৩৩-৪৪৪১৩৩৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত সকলের ছুটি দুর্যোগ কালীন মুহূর্তে বাতিল করা হলো। সংশ্লিষ্ট সকলকে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করা হলো।
মাঠ পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদেরকে ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য বলা হলো।