বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈর ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে মোটরসাইকেল মোবাইল স্বর্ণালংকার নগদ টাকা ছিনতাই

কালিয়াকৈর ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে মোটরসাইকেল মোবাইল স্বর্ণালংকার নগদ টাকা ছিনতাই

শাহিদুল ইসলাম, কালিয়াকৈর(গাজীপুর)বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার গতকাল বুধবার  সকাল ৬ টার দিকে  (ডিবি) পুলিশ পরিচয়ে দিয়ে মোটরসাইকেল মোবাইল স্বর্ণালংকার নগদ টাকা ছিনতাই ঘটনা ঘটে।

বুধবার (১৮ সেপ্টেম্বরন) ২০২৪, উপজেলা গোয়ালবাথান সাকিনস্থ খাড়াজোড়া ব্রীজের উপর ঘটনা ঘটেছে।

এলাকায় বাসী ও পুলিশের সূত্রে জানা যায়

বাঁদী  ও তার স্ত্রী শীলা সহ ঢাকা যাওয়ার পথে উপজেলা খাড়াজোড়াবর্ণিত ঘটনাস্থলে পৌছামাত্র অজ্ঞাতনামা ৬/৭ জন লোক একটি সাদা রংয়ের প্রাইভেটকার ও একটি নীল রংয়ের পিক-আপ যোগে বাদীর মোটর সাইকেল এর সামনে ব্যারিকেড দিয়া অজ্ঞাতনামা লোকজন নিজেদের

ডিবি পুলিশ পরিচয় দিয়া ধারালো অস্ত্র সস্ত্র দিয়া বাদী ও তার স্ত্রীকে মৃত্যুরট ভয় ভীতি প্রদর্শন করিলে মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণলংকার জোর পূর্বক নিয়া গেলে বাদীর এজাহারের প্রেক্ষিতে আসামী  মোঃআশরাফুল ইসলাম (৩২) পিতা-তৈয়বুর রহমান, মাতা-সুফিয়া বিবি, ঠিকানা: স্থায়ী: গ্রাম-বারইপাড়া, থানা- ভোলাহাট,

-চাঁপাইনবাবগঞ্জ, বর্তমান: গ্রাম-ডুমনী খিলখেত, (জাহাঙ্গীর এর বাড়ীর ভাড়াটিয়া) , থানা-খিলক্ষেত, জেলা-ঢাকা সহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানার মামলা নং-২১,

কালিয়াকৈর থানায় এসআই ইসমাইল হোসেন বলেন মামলাটি তদন্তাধীন আছে এবং আসামি গ্রেফতার অভিযান অব্যাহত আছে।বর্তমান উক্ত এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments