বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাবিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন শাহনেওয়াজ শাহ্

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন শাহনেওয়াজ শাহ্

রাশেদ নিজাম শাহ।।কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদকের জন্য রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্। জাতীয় পর্যায়ে এ পদকের শ্রেষ্ঠত্ব অর্জনে হাতছানি দিচ্ছে এ সহকারি শিক্ষককে।

শাহনেওয়াজ শাহ্ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ উপজেলা পর্যায়ে আবেদন করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। পরে জেলা পর্যায়েও এ শিক্ষক শ্রেষ্ঠ সরকারি শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান উপলক্ষে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীর তালিকা প্রকাশ করেছে। সে তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। ওই তালিকায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গাড়াগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্।

এখন শুধু জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হতে পারলেই প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর দেশ সেরা সহকারি শিক্ষকের শ্রেষ্ঠত্ব অর্জন করবে এ শিক্ষক। তাই জাতীয় পর্যায়ে এ পদকের শ্রেষ্ঠত্ব অর্জনে হাতছানি দিচ্ছে এ সহকারি শিক্ষককে।

বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্ বলেন- শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চেষ্টা করব দেশ সেরা সহকারি শিক্ষক নির্বাচিত হতে। প্রত্যাশা ও আত্মবিশ্বাস রয়েছে শ্রেষ্ঠত্ব অর্জনে। এজন্য কিশোরগঞ্জবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন এ শিক্ষক।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- এটি কিশোরগঞ্জ উপজেলাবাসীর জন্য আনন্দ ও সুখবর। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলে সেটি কিশোরগঞ্জবাসীর জন্য আরও গর্ব বয়ে আনবে বলে আমার প্রত্যাশা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments