বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগভোলায় কোস্টগার্ডের অভিযানে সন্ত্রাসী মুসলেউদ্দিন ও ডাকাত কামাল আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে সন্ত্রাসী মুসলেউদ্দিন ও ডাকাত কামাল আটক

মোঃ রাফসান জানি, জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা সদর উপজেলা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত কে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজোন। এ সময় তাদেরকে  তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড তাজা  গোলা,  ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ জব্দ করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে  উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ও ভোলা ইলিশা ইউনিয়ন  থেকে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- মো. কামাল (৫০) ও মো. মোসলে উদ্দিন (৫৬)   সকাল ১০ টার সময় সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন।

কোস্টগার্ড জানায়,  বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা  এলাকার মেঘনা নদীতে  তৎসংলগ্ন চরে মোঃ কামাকের নেতৃত্বে কুখ্যাত একটি ডাকাত দল জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল।

এবং মোঃ মোসলে উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল । তাদের বিরুদ্ধে এর আগেও ভোলা সদর থানায় কয়েকটি অভিযোগ রয়েছে।

পরে ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় ৭ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের পৃথক দুইটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটক ডাকাত ও জব্দ করা সব আলামতসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments