বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগকসবা থানায় ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ যব্ধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

কসবা থানায় ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ যব্ধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

 

মোঃ উজ্জ্বল মিয়া। কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি

আজ সোমবার ২৩ সেপ্টেম্বর বিকেল  ৫ টায় ব্রাক্ষনবাড়ীয়া জেলার কসবা থানার বিনাউটি আদরা গ্রামে গোপন সংবাদএর  ভিত্তিতে,  ১ হাজার ৫০ কেজি  ইলিশ মাছ  ও একটি কাবার ভ্যান যব্ধ করেছে  এবং সারোয়ার (২৭) নামে এক যুবক কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেক্টর ১২ বেটেলিয়ান কেপ্টেন সামিউল আলম এর নেতৃীতে  , এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের ইউনু শাহরিয়া, আহমেদ, পরে  জানা যায় এই ইলিশ মাছ চোরাই পথে ভারত পাঠানো হচ্ছিল ,  বাংলাদেশ সেনাবাহিনী  বলেন যে কোনো  চোরা কারবারিদের ধরার জন্য সদা সবসময়ই কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমাদের কে জানিয়েছেন  পরবর্তীতে মালামাল সহ কসবা মডেল থানাতে আনা হয়,

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments