বাড়িঅন্যান্যপাকিস্তানে পুলিশ স্টেশনের পাশেই আত্মঘাতী বোমা হামলা

পাকিস্তানে পুলিশ স্টেশনের পাশেই আত্মঘাতী বোমা হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মার্দান জেলায় আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মার্দান জেলা পুলিশ স্টেশন থেকে কয়েক মিটার দূরে এ বোমা হামলা ঘটনায় অজ্ঞ্যাত এক যুবক। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ।

মর্দান রেঞ্জের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) মোহাম্মদ আলী খান ও জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইরফানুল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী থানা থেকে কয়েক মিটার দূরে একটি মাঠে বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আত্মঘাতী বোমা হামলার পর সব সরকারি অফিস, থানা ও স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পাখতুনখোয়া প্রদেশের জেলা গুলোতে সন্ত্রাসের ঘটনা বেড়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments